মিজানুর রহমান, হরিপুর(ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ হরিপুরে ৩নং বকুয়া এবং ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে আ’লীগের নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রবিবার  বিকাল ৪ টায়  বকুয়া দাখিল মাদ্রাসার মাঠে বকুয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে  নির্বাচনী কমিটি গঠন করা হয় পরে ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন আ’লীগের অফিসে হলরুমে ডাঙ্গীপাড়া  ইউনিয়ন নির্বাচনী কমিটি গঠন করা হয়।

প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জননেতা মাজহারুল ইসলাম সুজন বলেন আমি চাই এ আসন থেকে যারা মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছে, তাদের সকলকেসহ তাদের সকল সমর্থকদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে ।
সকলের সহযোগিতায় আমার বাবাকে ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে ; জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে চাই ।
৩০ তারিখের পর সকলকে সাথে নিয়ে বিজয় মিছিল করতে চাই । বালিয়াডাঙ্গী-হরিপুর উপজেলার উন্নয়নে সকলের সাথে সমন্বয় করে কাজ করে  উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিতে চাই।

এ সময় আরও বক্তব্যে দেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, ৩নং বকুয়া ইউনিয়নের আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদক,  বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আঃ সাত্তার বাবু, হরিপুর উপজেলা যুব মহিলা লীগের  সভাপতি শিখা আক্তারসহ স্থানীয় আওয়ামী লীগসহঅঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।