দর্পন ডেস্ক : বিয়ে উপলক্ষে সেজে উঠেছে অ্যান্টিলিয়া। গোলাপের তোড়া দিয়ে মুড়ে ফেলা হচ্ছে বাড়িটিকে। মুকেশ অাম্বানীর মেয়ের বিয়ে যেন চাঁদের হাট। হিলারি ক্লিনটন থেকে প্রিয়াঙ্কা চোপড়া, করন জোহর থেকে মহেন্দ্র সিংহ ধোনি প্রত্যেকেই হাজির ঈশা ও আনন্দ পিরামলকে শুভেচ্ছা জানাতে।
মুকেশের সঙ্গে অতিথিদের অ্যাপায়ন করেন ঈশার কাকা অনিল অাম্বানীও। সংগীত সেরেমনিতেও অংশ নেন তিনি। সংগীত সেরেমনিতে নীতা অাম্বানী, অনন্ত ও আকাশ পারফর্ম করেন ‘মাহি বে’-র সঙ্গে। মুকেশ ও ঈশা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ‘কাল হো না হো’-র একটি গানে পারফরম্যান্সের সময়।
হিলারি ক্লিনটনকে অভ্যর্থনা জানান মুকেশ ও নীতা অাম্বানী স্বয়ং। হিলারির পরনে ছিল ভারতীয় কুর্তা ও লিনেনের প্যান্ট।
ঈশার সঙ্গে ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন ডিজাইনার মণীশ মলহোত্রও। তার পোশাকের বিশেষ প্রদর্শনীও রয়েছে এখানে। এছাড়াও ওয়েডিং ডেকরের পুরো দায়িত্বই তার।
উদয়পুর বিমানবন্দরে ১০০টি বিমান ওঠানামা করেছে শনিবার। রোববারেও তেমনটাই হওয়ার কথা। সকালেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন ঐশ্বর্যা রাই, অভিষেক বচ্চনরা। রোববার সন্ধ্যায় আসার কথা বিগ বি’র।
উপস্থিত ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি, তার স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা। ছিলেন কারিশমা কাপুর, বরুণ ধওয়ন, আমির খান, কিরণ রাও, অক্ষয় কুমার, বনি কাপুর, জাহ্নবী কাপুররাও। ফাল্গুনী শেনের পিকক লেহেঙ্গা পরা ছবিটি সাক্ষী পোস্ট করেছিলেন। সেটি প্রশংসা কুড়িয়েছেন নেট দুনিয়ায়।
প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, অনিল কাপুর, করন জোহরকেও এ দিন দেখা গিয়েছে অনুষ্ঠানে। অনুষ্ঠানের মেনুতে ছিল সেরা ভারতীয় খাবার ও পশ্চিমি কিছু পদ। ছিল বাঙালি রান্নাও।
উদয়পুরের নারায়ণ সেবা সংস্থানে প্রায় ৫১০০ জন অতিথির সেবায় অাম্বানী কন্যা অংশ নেন। লেক পিচোলার পাশেই মহা আরতি ও প্রভু শ্রীনাথের পূজারও আয়োজন করেছিলেন অাম্বানী ও পিরামলরা।
সস্ত্রীক জন আব্রাহাম ও সস্ত্রীক সচিন তেন্ডুলকরকেও দেখা গিয়েছে অাম্বানী কন্যার রিসেপশনে। অতিথিদের জন্য সকালে ক্যাজুয়াল ড্রেস কোড থাকলেও রাতে তা ছিল সনাতনী পোশাক। পরতে বলা হয়েছিল আরামদায়ক জুতো।
বিশেষভাবে সক্ষম কয়েকশ’ ব্যক্তির জন্যও অাম্বানী পরিবারের তরফে হুইল চেয়ার ও ওয়াকার উপহার দেয়া হয়। এদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন স্থানীয় হস্তশিল্পীও। তাদের অনেকেই লেক প্যালেস হোটেলে ঈশার বিয়ের প্রদর্শনীতেও অংশ নিচ্ছেন।
তিন দিন ধরেই দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণির কয়েক হাজার অতিথিকে অাম্বানীরা উদয়পুর ভিলায় স্বাগত জানাবেন অন্নসেবার মাধ্যমে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ, শিল্পপতি লক্ষ্মী মিত্তল, ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির বব ডাডলি, হলিউডের ‘টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স’-এর জেমস মারডক, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের সিইও বিল উইন্টার্স, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব।
রোববার অরিজিৎ সিংহের গানের সঙ্গে প্রি-ওয়েডিং সেরেমনি হয়ে উঠবে আরও জমজমাট। অতিথিদের জন্য আছে নানারকম গেমস, অন্তাক্ষরী, ফ্যাশন ওয়াকের ব্যবস্থাও। প্রিয়াঙ্কা চোপড়াও অংশ নিতে পারেন নাচের অনুষ্ঠানে।
বান্দ্রার ওয়ারলিতে ঈশা ও আনন্দের বাংলোয় গিলিটা সেজে উঠেছে গাঁদা ফুলের সাজে। একই সঙ্গে চলছে নির্মাণ কাজের শেষ মুহূর্তের প্রস্তুতিও। আনন্দবাজার।