সাইফুল্লাহ নাসির,বরগুনা প্রতিনিধিঃ বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড.ধীরেন্দ্র দেবনাখ শম্ভু  নৌকার চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় উল্লাসিত এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ। চূড়ান্ত মনোনয়ন পেয়ে শুক্রবার রাতে বরগুনা আসায় হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানায়।
জানা গেছে, বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ নভেম্বর সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভূ ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গির কবরিকে মনোনয়ন দেয়। দু’জনেই সাধারণ মানুষ ও নেতাকর্মীদের আস্থা ফিরেয়ে আনার জন্য প্রাণপণ চেষ্টা করে। তৃণমূলের সাধারণ মানুষের আস্থার উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৭ ডিসেম্বর কেন্দ্রিয় কার্যালয় থেকে ধীরেন্দ্র দেবনাধ শম্ভূকে চূড়ান্ত মনোনয়ন দেয়। শম্ভুর চুড়ান্ত মনোনয়ন পাওয়ায় খবরে এলাকায় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে।  শম্ভুর মনোনয়ন পাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তৃণমূল মানুষের আস্থা বর্তমান সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। গত ৩০ বছরের রাজনৈতিক জীবনে যার কাছে মানুষ পেয়েছে অফুরান্ত ভালবাসা। সাধারণ মানুষের ভালবাসায়ই দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামীলীগের চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালন করেছেন সরকারের গুরুত্বপূর্ণ পদে। গত ১০ বছরে উন্নয়ন ও সততার মাধ্যমে শম্ভূ সাধারণ মানুষের মনিকোঠায় আস্থা করে নিয়েছেন। যার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষায় শম্ভুকেই চুড়ান্ত মনোনয়ন দিয়েছেন এমনটাই ধারনা সাধারণ মানুষের।
শনিবার সকালে সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আমতলীতে আসেন। তার আমতলীতে আসার খবরে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানাতে আমতলী পৌর শহরের আবদুল্লাহ মার্কেটে জড়ো হয়। শম্ভু আবদুল্লাহ মার্কেটে নেতাকর্মীদের সাথে মিলিত হন। পরে তালতলী উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে দেখা করার জন্য ছুটে যান উপজেলার বিভিন্ন স্থানে। তালতলী যাওয়ার পথে ছুটিকাটা, মানিকঝুড়ি, খুড়িয়ার খেয়াঘাট, তারিকাটা, কচুপাত্রা, কড়াইবাড়িয়া, শানুর বাজার ও তালতলী বন্দরের নেতাকর্মীদের সাথে দেখা করেন। তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ রেজবি-উল-কবির জোমাদ্দারের বাবা হয়রত আলী জোমাদ্দারের মৃত্যুতে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, তালতলী উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিন্টু, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রইসুল ইসলাম রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, আমতলী পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, আমতলী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শাহজাদা আকন,মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাকসুদা আকতার জোসনা ,ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, নজির হোসেন কালু পাটোয়ারী, বোরহান উদ্দিন মাসুম তালুকদার,হারুন অর রশিদ হাওলাদার, দুলাল ফরাজী, সুলতান ফরাজী, আলতাফ হোসেন আকন।