দর্পন ডেস্ক : শুক্রবার রাতে ল্যানটার্ন আজুরা নামে এক ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতালির পূর্বাঞ্চলীয় উপকূলের শহর আঙ্কোনার নাইটক্লাবে পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নাইটক্লাবে স্প্রে থেকে আগুন ধরে গেলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ল্যানটার্ন আজুরা ক্লাবে তখন কনসার্ট চলছিল।
সেখানে এক হাজারের মতো দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন। আতঙ্ক ছড়িয়ে পড়লে সবাই একসঙ্গে বের হতে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।