দর্পন ডেস্ক : গত অক্টোবরেই ঘোষণা করে দিয়েছিলেন দলের নেত্রী হিসেবে সরে দাঁড়াতে চান তিনি। ২০২১ সালের ভোটে চ্যান্সেলর পদের জন্যও আর লড়বেন না তিনি। দলের হয়ে লড়বেন সম্পূর্ণ অন্য এক মুখ।

সেই নতুন মুখের খোঁজে জার্মানির হামবুর্গে পার্টি কংগ্রেসে আজ ভোট দিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) সদস্যেরা। লড়াইয়ে এগিয়ে রয়েছেন মার্কেল-ঘনিষ্ঠ সিডিইউ নেত্রী আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার। জার্মানির সারল্যান্ড প্রদেশের প্রধানমন্ত্রী ছিলেন ৫৬ বছরের ‘মিনি মার্কেল’ নামে পরিচিত এই সিডিইউ নেত্রী।

তার পেছনেই রয়েছেন অ্যাঞ্জেলা মার্কেলের কড়া সমালোচক ফ্রিডরিখ মের্ৎস। ৪৭ শতাংশ ভোট পেয়ে লড়াইয়ে এগিয়ে রয়েছেন আনেগ্রেট। ৩৭ শতাংশ সিডিইউ সদস্য সমর্থন করছেন ফ্রিডরিখকে। ১২ শতাংশ ভোট পেয়েছেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান-ও। আনন্দবাজার।