সিএনএনের নিউইয়র্ক অফিস থেকে বোমা হামলার হুমকির কারণে বৃহস্পতিবার রাতে লোকজনকে সরিয়ে নেয়া হয়। তবে শেষ পর্যন্ত সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

হুমকির কারণে সেখানে ৯০ মিনিটের নাটকীয় তৎপরতা চলে। আর এ ঘটনা অক্টোবরের কথাই সবাইকে মনে করিয়ে দিল। সেসময়েও বোমা হামলার হুমকির কারণে নিউইয়র্কে সিএনএনের সদর দফতর খালি করে ফেলা হয়েছিল।

তবে তখন বিস্ফোরক দ্রব্য পাওয়া গিয়েছিল। সিএনএনের ওয়েবসাইটে বলা হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে নিউজরুমে ফায়ার এলার্ম বাজলে সবাই রুম ছেড়ে বাইরে যায়।

সেসময় সাংবাদিক ডন লেমনের অনুষ্ঠান ‘সিএনএন টুনাইট’ চলছিল। এ সময় হুমকি আসার সঙ্গে সঙ্গে সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। তখন সরাসরি সম্প্রচার বন্ধ করে ধারণকৃত সম্প্রচারে চলে যায় সিএনএন। এর ঘণ্টাখানেক পর সিএনএন স্কাইপি’র মাধ্যমে তাদের সম্প্রচার কার্যক্রম চালায়।