লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থীর দাবীতে ট্রেন থামিয়ে বিক্ষোভ করায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় এলাকার বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলস্ট্রেশন এলাকায় এই ঘটনা ঘটে। বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর-১ সংসদীয় এলাকায় আওয়ামী লীগ থেকে কর্ণেল (অবঃ) রমজান আলী এবং শহিদুল ইসলাম বকুলকে মনোনয়নের চিঠি দেয়া হয়। তারা দু’জনই যাচাই-বাছাইয়ে বৈধ বলে ঘোষিত হন।
শহিদুল ইসলাম বকুলের সমর্থকরা বৃহস্পতিবার ১১টার পর থেকে মালঞ্চি রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করে বকুলকে একক প্রার্থী ঘোষণার দাবীতে বিক্ষোভ করতে থাকে। এসময় খুলনাগামী একটি মালবাহী ট্রেনসহ দু’টি ট্রেন ওই প্লাটফর্মে থেমে থাকতে বাধ্য হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মেরিনা সুলতানা ঘটনাস্থলে পৌঁছে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শহিদুল ইসলাম বকুলকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে প্রায় ৩০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।