মিজানুর রহমান, হরিপুর(ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ বালিয়াডাঙ্গীতে মালধরিয়াদের(ভারতের মালদা জেলার মানুষ) আয়োজনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলার মালধরিয়াদের আয়োজনে ইউনুস আলী মেম্বারেরর সভাপতিত্বে ঠাকুরগাঁও-২আসনের সাংসদ দবিরুল ইসলামের বাসভবনে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন ঠাকুরগাঁও-২ আসনের ৬ বারের সাংসদ ও ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মাজহারুল ইসলাম সুজন।
এ সময় আরো বক্তব্যে দেন উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী, বকুয়া দাখিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম, হরিপুর প্রেসক্লাবের সাংবাদিক মিজানুর রহমান,
বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মিয়া, বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম প্রমূখ।
এ সময় মালধরিয়া সম্প্রদায়ের লোক জন নৌকা মার্কায় ভোট দিতে অঙ্গিকার বদ্ধ হয় এবং ৩০ তারিখে তা প্রমাণ করবেন বলে জানান।