দর্পণ ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের জন্য ২৪০টি আসন রেখে ছয় শরিক দলের ১৬ প্রার্থীকে নৌকার চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। আরো প্রার্থীদের বিষয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

যারা চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন তাদের ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সকালে চূড়ান্ত মনোনয়নের চিঠি হস্তান্তর করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মহাজোটের শরিকদের মধ্যে মনোনয়নপ্রাপ্ত ১৬ প্রার্থী হলেন-

ওয়ার্কাস পার্টি-
রাশেদ খান মেনন (ঢাকা-৮)
ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২)
মোস্তফা লুৎফুল্লাহ (সাতক্ষীরা-১)
টিপু সুলতান (বরিশাল-৩)
ইয়াসিন আলী (ঠাকুরগাঁও-৩)

জাসদ-
হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২)
শিরীন আখতার (ফেনী-১)
রেজাউল করিম তানসেন (বগুড়া-৪)

বিকল্পধারা-
এমএ মান্নান (লক্ষ্মীপুর-৪)
মাহী বি চৌধুরী (মুন্সীগঞ্জ-১)
এফএম শাহীন (মৌলভীবাজার-২)

জেপি-
আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২)
রুহুল আমিন (কুড়িগ্রাম-৪)

তরিকত ফেডারেশন-
সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (চট্টগ্রাম-২)
আনোয়ার খান (লক্ষ্মীপুর ১)

জাসদ (আম্বিয়া)-
মঈনুদ্দিন খান বাদল (চট্টগ্রাম-৮)