দর্পন ডেস্ক: খরচ ছাড়াই গণপরিবহনে যাতায়াত করতে পারবে লুক্সেমাবার্গবাসী। ইউরোপিয়ান দেশ লুক্সেমাবার্গের জনগণ বিশ্বের প্রথম দেশ হিসেবে বিনামূল্যে পরিবহন সেবা পাবে। বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী গ্রীষ্ম থেকে বাস, ট্রেন ও ট্রাম থেকে ভাড়া নেয়ার পদ্ধতি প্রত্যাহার করবে সরকার। লুক্সেমবার্গের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বুধবার দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন জাভিয়ের ব্যাটেল।

জেভিয়ার ব্যাটেলের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক পার্টি দেশটির সংসদে বামপন্থী সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি ও গ্রিনস পার্টির সঙ্গে জোটবদ্ধভাবে সরকার গঠন করবে। লুক্সেমাবার্গের এবারের নির্বাচনী ইশতেহারে পরিবেশ সংশ্লিষ্ট বিষয়কে অগ্রাধিকারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন ব্যাটেল।

উল্লেখ্য, দেশটিতে বিনামূল্যে গণপরিবহনে যাতায়াত সুবিধা ছাড়াও গাঁজা সেবন বৈধ করার প্রক্রিয়া চলছে। এছাড়া সম্প্রতি সেখানে নতুন করে দু’দিনের সরকারি ছুটি চালু করেছে সরকার।