05 December 2018, North Rhine-Westphalia, Duisburg: Policemen are standing in an ice cream parlour in the Citypalais in downtown Duisburg. Investigators in Germany, Italy, the Netherlands and Belgium have raided members of the Italian mafia organisation 'Ndrangheta. Photo: Christoph Reichwein/dpa (Photo by Christoph Reichwein/picture alliance via Getty Images)

দর্পণ ডেস্ক : একসময় বিশ্বে মাফিয়া বলতে সাধারণত ইতালির সিসিলি দ্বীপের মাফিয়া সংগঠনকে বোঝায়৷ তবে বর্তমানে কালাব্রিয়া অঞ্চলের এনড্রেনগেটা মাফিয়া সংগঠনকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়৷ কোকেন বাণিজ্য ও অর্থপাচারের সঙ্গে তারা জড়িত৷

কয়েক বছরের তদন্ত শেষে এনড্রেনগেটার বিরুদ্ধে এই অভিযান শুরু করে চার দেশের পুলিশ৷ অবশ্য সুইজারল্যান্ডের পুলিশও তদন্ত কাজে সহায়তা করেছে৷ অভিযান সমন্বয়ের দায়িত্বে আছে ইউরোপীয় ইউনিয়নের জুডিশিয়াল কো-অপারেশন ইউনিট, যা ‘ইউরোজাস্ট’ নামে পরিচিত৷

এর আগে জার্মান গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, দেশটির সবচেয়ে জনবহুল নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্যে মূল অভিযান চলেছে৷ কারণ, ওই রাজ্যে এনড্রেনগেটার বড় উপস্থিতি আছে বলে মনে করা হয়৷ এছাড়া বাভারিয়া, টুরিঙ্গিয়া ও বার্লিনেও অভিযান চলেছে বলে জানা গেছে৷

এদিকে, জার্মানির ‘ডেয়ার স্পিগেল’ বলছে, জার্মানির মাটিতে মাফিয়া ধরতে এটিই জার্মান পুলিশের সবচেয়ে বড় অভিযান৷

জার্মান দৈনিক ‘বিল্ড’ জানিয়েছে, জার্মান পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটও অভিযানের সঙ্গে যুক্ত আছে৷ পিজার রেস্তোরাঁসহ প্রায় ১০০টি স্থানে অভিযান চালানো হয়েছে বলে জানায় তারা৷

জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও বেলজিয়াম পুলিশের যৌথ অভিযানে ইতালির একটি মাফিয়া সংগঠনের ৯০ জন ধরা পড়েছে বলে জানা গেছে৷ গ্রেপ্তারকৃতরা ইতালির কালাব্রিয়া অঞ্চলের ‘এনড্রেনগেটা’ মাফিয়া সংগঠনের সদস্য৷ খবর জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের।