দর্পণ ডেস্ক : নির্বাচন কমিশনে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে তার তিন আইনজীবী তিন সংসদীয় আসনের জন্য আজ বুধবার এই আপিল করেন। খালেদা জিয়ার জমা দেওয়া তিনটি মনোনয়নপত্রের জন্য পৃথকভাবে এ আপিল করা হয়।

তবে কারাবন্দি খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্রই বাতিল করা হয়। ফেনী ও বগুড়ার তিনটি আসনে তার মনোনয়নপত্র জমা দেওয়া হলেও রিটার্নিং কর্মকর্তারা সবকটি মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। পরে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত আইনী লড়াই চালিয়ে যাবেন।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর সারাদেশের রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাই করে ৭৮৬টি অবৈধ ঘোষণা করেন। এরমধ্যে বেশিরভাগ মনোনয়নই বিএনপি মনোনীত ও স্বতন্ত্র হিসেবে জমা পড়েছিল।