দর্পণ ডেস্ক : সহপাঠীর আত্মহত্যার ঘটনায় দায়ীদের বিচার দাবিতে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে অভিভাবক ও শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সব শিক্ষার্থীর পক্ষে আনুশাকা নামে নবম শ্রেণির এক ছাত্রী কর্মসূচি ঘোষণা করে এবং বুধবার পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসের আন্দোলনরত ছাত্রীরা।
আনুশাকা জানায়, বুধবার তারা পরীক্ষা বর্জন করে কালো ব্যাজ ধারণ করে স্কুলের প্রধান ফটকে অবস্থান নেবে। পাশাপাশি শিক্ষামন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিন দিনের মধ্যে সুষ্ঠু বিচার না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
মঙ্গলভার বিক্ষোভের সময় অনেক ছাত্রীর হাতে ‘একি শুধু আত্মহত্যা?’ লেখা প্ল্যাকার্ড ছিল। অরিত্রির অনেক সহপাঠী ‘চিটিংয়ের পানিশমেন্ট মৃত্যু কবে থেকে?’ লেখা ফেস্টুন নিয়েও বিক্ষোভ করেন।
অরিত্রির একজন স্বজন জানিয়েছেন, অরিত্রির আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলে আজকালের মধ্যেই মামলা করবেন বাবা দিলীপ অধিকারী। কারা ঘটনায় জড়িত তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে এই মামলা করা হবে। তা ছাড়া পরিবারটি এখনও শোকাচ্ছন্ন থাকায় মামলা করতে বিলম্ব হচ্ছে।
পল্টন থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অরিত্রির আত্মহত্যার ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। পুলিশ ওই ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তারা পরে মামলা করবে বলে জানিয়েছেন।