দর্পণ ডেস্ক : ২০১৭-১৮ সাল আলোচনার শীর্ষে ছিল শোবিজ তারকাদের বিচ্ছেদের খবর। তবে এসবকে ছাপিয়ে অনেকেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। যারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকজন-

১. ইরেশ যাকের-মিম রশিদ দম্পতি :

২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের ও জনপ্রিয় অভিনেত্রী মিথিলার ছোট বোন মিম রশিদ। ৪ঠা ফেব্রুয়ারি তারা পারিবারিকভাবে বিয়ে করেন।

২. মাসুমা রহমান নাবিলা-জোবাইদুল হক রিম দম্পতি :

২০১৮ সালের  ২৬শে এপ্রিল ‘আয়নাবাজি’খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলা বিয়ে করেন পেশায় ব্যাংকার পাত্র জোবাইদুল হক রিমকে।

৩.বাপ্পা মজুমদার-তানিয়া হোসেন দম্পতি :

চলতি বছরে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার চাঁদনিকে ডিভোর্স দিয়ে তানিয়া হোসেনকে বিয়ে করে বেশ আলোচনায় আসে। ১৬ই মে বাপ্পা মজুমদার ও তানিয়া হোসেনের বাগদান সম্পন্ন হয়।

৪. ময়ূরী-শফিক দম্পতি :

চলতি বছরের ২২ জুন ২৭ রমজান বিয়ে করেন ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়িকা ময়ূরী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শফিক। তবে বিয়ের কথা প্রকাশিত হয় গত জুলাই-আগস্টে। কৌশলগত কারণেই তারা বিয়ের কথা প্রকাশ করেননি। পরিস্তিতি অনুকূলে না থাকায় তারা এ কৌশল নিয়েছিলেন বলে জানিয়েছেন।

৫. হৃদয় খান-হুমায়রা :

চলতি বছরের ১০ই সেপ্টেম্বর হুমায়রার সঙ্গে তৃতীয় বিয়ের বন্ধনে আবদ্ধ হন সংগীতশিল্পী হৃদয় খান। এদিন ধানমণ্ডিতে তার বিয়ে হয়েছে ঘরোয়াভাবে।

৬. আমব্রিন-তৌসিফ আহসান চৌধুরী :

এই বছরের ৪ঠা নভেম্বর লাক্স তারকা আমব্রিন কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে কানাডায় স্বামীর সঙ্গে আছেন আমব্রিন।