দর্পণ ডেস্ক : ভোর আনুমানিক ৪টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় আক্তার জাহান রুম্পা (২৬) নামের একজন চিকিৎকের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হালিশহরে, তিনি সিলেটের ওসমানীনগর বাট আই হাসপাতালের চিকিৎসক ছিলেন।

চাকরির ইন্টারভিউ দিতে সিলেট থেকে ঢাকায় আই হাসপাতালে আসেন রুম্পা। ভোরে সিনজিচালিত অটোরিকশায় করে শ্যামলী যাওয়ার পথে বিজয় সরণি এলাকায় একটি যাত্রীবাহী বাসা অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রুম্পা মারা যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুম্পার লাশ শানাক্ত করেন স্বজনরা।

তেজগাঁও থানার এএসআই মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।