দর্পণ ডেস্ক : সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘টার্গেট করে খালেদা জিয়াসহ দলের ৫০ জন হেভিওয়েট জনপ্রিয় নেতা ও সাবেক সাংসদের মনোনয়নপত্র বিনা অজুহাতেই বাতিল করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের একজনের মনোনয়নপত্রও বাতিল হয়নি’।

অসুস্থ জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলানের নামে মনোনয়ন জমার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, উনি মনোনয়নপত্রে স্বাক্ষর না করার পরও মনোনয়নপত্র বৈধ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত যারা, সবাই টিকে গেলেন। স্বাক্ষর করেননি, তথ্য দেননি, বেসামরিক বিমান পর্য্টন মন্ত্রী একেএম শাহজাহান কামাল কাগজপত্র ও অন্যান্য তথ্য দাখিল না করলেও তারটা টিকে গেলে। এখানেই বুঝতে পারেন যে কার পরামর্শে নির্বাচন কমিশন চলছে’।