দর্পণ ডেস্ক : যুক্তরাষ্ট্র সোমালিয়ায় বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৯ আল-শাবাব সদস্যকে হত্যার দাবি করেছে। শনিবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, সোমালিয়ার সরকারকে সন্ত্রাস দমনে সাহায্য করার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা শাখা জানিয়েছে, শুক্রবার এ হামলা চালানো হয়। এতে ৯ আল-শাবাব জঙ্গি নিহত হয় এবং কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের মাত্রা বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। আফ্রিকার শিং নামে খ্যাত দেশটিতে বর্তমানে প্রায় ৫০০ মার্কিন সেনা রয়েছে। প্রায়ই ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালায় তারা।
আল-শাবাবকে এ অঞ্চলের সবথেকে বর্বর গোষ্ঠী বলা হয়। গত শুক্রবার এক সুফি নেতাকে হত্যা করতে গালকায়ো শহরে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গি সংগঠনটি। এতে ওই নেতাসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।
সংগঠনটি সোমালিয়ায় ইসলামি শরিয়া প্রতিষ্ঠা করতে চায়। সাম্প্রতিক বছরগুলোতে আল-শাবাবকে রাজধানী মোগাদিসু থেকে হঠিয়ে দেয় দেশটির সেনাবাহিনী।
আল-কায়দা সমর্থিত এ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে এ বছর কমপক্ষে ৩৭টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।