হরিপুর(ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁও-২ আসনে ৬ বারের সাংসদ আলহাজ্ব মো. দবিরুল ইসলামেরর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. কে এম কামরুজ্জামান সেলিম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য পূর্ব নির্ধারিত দিন রোববার (২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রম হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দবিরুল ইসলামের মনোনয়নপত্রে কোনো গড়মিল না থাকায় তা বৈধ ঘোষণা করা হয়েছে।