পটুয়াখালী প্রতিনিধি: ঋণখেলাপির দায়ে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের পটুয়াখালী-১ আসনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

রাজধানীর গুলশান সোস্যাল ইসলামী ব্যাংক শাখার ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রির্টানিং অফিসার।

রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়।

বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো ঋণখেলাপির তালিকায় নাম থাকায় রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর আগে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পটুয়াখালী-১ আসনের মনোনয়নপত্র বাছাইয়ের সময় নির্ধারিত থাকলেও রুহুল আমিন হাওলাদারের আইনজীবী বিকাল ৪টায় বাছাই করার আবেদন জানান। সে পরিপ্রেক্ষিতে বিকাল ৪টায় রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাছাই করা হয়।

পটুয়াখালী-৩ আসনে বিএনপির তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে গোলাম মাওলা রনি ছাড়াও ঋণ খেলাপির কারণে বিএনপির আরেক প্রার্থী গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহানের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়। তবে বিএনপি থেকে মনোনীত আরেক প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

পটুয়াখালী জেলার ৪টি সংসদীয় আসেনের আরো ১০ জন প্রার্থীসহ মোট ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে পটুয়াখালী-১ আসনে ৪ জন, পটুয়াখালী-২ আসনে ৪ জন এবং পটুয়াখালী-৩ আসনে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।