দর্পণ ডেস্ক : রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপির দুই হেভিওয়েটসহ চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। কারণ হিসেবে জানা যায়, নানা অসঙ্গতিসহ হলফ নামায় স্বাক্ষর না করা, ভোটারের স্বাক্ষর জাল এবং মামলা।

রোববার রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এই চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। তারা হলেন-বিএনপির প্রার্থী শাহ্ মো. সোলায়মান আলম ফকির, বিএনপির বিকল্প প্রার্থী ডা. মমতাজ হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হালিম মন্ডল ও মওদুদা আক্তার দীনা।

বিএনপির বিকল্প প্রার্থী ডা. মমতাজ হোসেন হলফ নামায় স্বাক্ষর করেননি। স্বতন্ত্র প্রার্থী আবদুল হালিম মন্ডল তার সমর্থিত ৮ জন ভোটারের স্বাক্ষর জাল করেছেন। অন্য স্বতন্ত্র প্রার্থী মওদুদা আক্তার দীনা মেয়াদ পার হলেও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দাবি করে উচ্চ আদালতে মামলা করেছেন, কিন্তু পদত্যাগ করেননি। আর বিএনপি প্রার্থী শাহ্ মো. সোলায়মান আলম ফকিরের মনোনয়নপত্র বাতিলের সঠিক কারণ বলেন নি তিনি।

এই আসনে ছয়জন বৈধ প্রার্থী হলেন- আওয়ামী লীগের এইচএন আশিকুর রহমান, জাতীয় পার্টির এসএম ফখর উজ-জামান জাহাঙ্গীর, জাকের পার্টির শামীম মিয়া, বাংলাদেশ ইসলামী আন্দোলনের শফিউল ইসলাম ভোলা মন্ডল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মমিনুল ইসলাম। আসনটিতে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মিঠাপুকুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মামুন অর-রশীদ এগুলো ব্যাক্ত করেন।