দর্পন ডেস্ক :‘দে অফিসিয়ালি বিকাম ম্যান অ্যান্ড ওয়াইফ নাউ।’ প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস শনিবার রাতেই খ্রিস্টান মতে বিয়ে করেছেন। আজ বিয়ে হবে হিন্দু মতে। সংগীত সেরেমনিতে এসেছিলেন সপরিবার মুকেশ অাম্বানীও।

এখন পর্যন্ত প্রিয়াঙ্কা একটি ছবিই শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। ক্যামেরা নিয়ে ঢোকার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছিল বিয়েতে। খ্রিস্টান মতে বিয়ের কোনো ছবি প্রকাশ্যে না এলেও মেহেন্দি ও সংগীত অনুষ্ঠানের ছবিগুলো শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রিয়াঙ্কা নিজে লিখেছেন, ‘দুই সংস্কৃতির মেলবন্ধন তাদের এই পরিবার। পারস্পরিক শ্রদ্ধাও রয়েছে যথেষ্ট।’

প্রিয়ঙ্কার ভাইরা নিককে কাঁধে তুলে নেচেছেন। নিকও দিব্যি এনজয় করেছেন।

প্রিয়ঙ্কা এ দিন পরেছিলেন উজ্জ্বল কমলা রঙের পোশাক। নিক পরেছিলেন কুর্তা।প্রিয়াঙ্কার মাল্টি হিউড অর্গ্যান্ডি এনসেম্বল পোশাকটি আবু জানি সন্দীপ খোসলার ডিজাইনের। একে বলা হচ্ছে রিগ্যাল ভিন্টেজ আউটফিট।

সনাতনী গয়না পরেছিলেন প্রিয়াঙ্কা আর কুর্তায় এক্কেবারে ভারতীয় বর নিক। নিকের হাতেও ছিল মেহেন্দির ছোঁয়া।

পরিণীতি চোপড়া চুটিয়ে মজা করছেন দিদির বিয়েতে। হলুদ-সবুজ একটি লেহেঙ্গায় মাত করেছেন তিনিও। কানে ছিল ভারী দুল।

প্রিয়ঙ্কার সঙ্গে ছিলেন প্রিয় বন্ধু সোফি টার্নার, ডেনিস-মিলার জোনাস, জো জোনাস। প্রত্যেকেই ভারতীয় গানের সুরে গুনগুন করেছেন। গেম অব থ্রোনসের সানসা স্টার্ককে লেহেঙ্গায় দেখবেন ভেবেছিলেন কখনও! আনন্দবাজার।