দর্পন ডেস্ক : মিশরের রাস্তায় কুকুর-বিড়ালের সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় মিশরের সরকার সিদ্ধান্ত নিয়েছেন বেওয়ারিশ কুকুর-বিড়াল রপ্তানি করবে।
তবে সরকারের এই সিদ্ধান্তে প্রতিবাদ করেছেন মরুভূমির মেসিখ্যাত দেশটির জনপ্রিয় ফুটবল তারকা মোহামেদ সালাহ। সালাহসহ দেশটির প্রাণী অধিকার নিয়ে কাজ করে এমন সংস্থাগুলো এ সিদ্ধান্ত বাস্তবায়ন না করতে অনুরোধ করেছে সরকারকে।
সালাহ বলেন, ‘মানুষ না হোক প্রাণিদের অধিকার কোনোভাবেই সরকার লঙ্ঘন করতে পারে না। নিজের পোষা দুটো সিয়ামিজ বিড়ালের ছবি টুইটারে পোস্ট করেছেন সালাহ। নো টু অ্যানিমেল রাইটস ভায়োলেশন- হ্যাশট্যাগ দিয়ে সালাহ টুইটে লিখেছেন, বিড়াল-কুকুর কোথাও রপ্তানি করা যাবে না। এটা হয় না- হতেও পারে না’।
তবে এ বিষয়ে মিসরের কৃষি ও পশু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নাগরিক জীবন নিরাপদ রাখতে বেওয়ারিশ পশুদের সংখ্যা নিয়ন্ত্রণে আনতেই মিসর সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। জনগণের চাওয়াকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
এসব পশুর জন্মনিয়ন্ত্রণে সরকারকে পদক্ষেপ নিতে বারবার আবেদন করছিল সচেতন জনগণ। মিসরের বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২ হাজার ৪০০ বিড়াল ও ১ হাজার ৬০০ কুকুরের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রক্রিয়াকরণ করার পর রপ্তানি করা হবে।
এ প্রসঙ্গে লিভারপুল স্ট্রাইকার সালাহর মতে, ‘মিসরের বেওয়ারিশ কুকুর-বিড়ালকে অন্য দেশে খাদ্য হিসাবে পাঠানো হচ্ছে’।