
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ( ছবি: সংগৃহীত )
দর্পণ ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ মারা গেলেন । তার পরিবারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। খবর সিএনএনের।
জর্জ বুশ আমেরিকার ৪১তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট থাকাকালীন তিনি রাশিয়ার সঙ্গে ঠাণ্ডা যুদ্ধাবসানে অন্যতম অবদান রাখেন।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।
মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে রাশিয়ার সঙ্গে ঠাণ্ডা যুদ্ধের অবসানে তিনি ভূমিকা রেখেছিলেন।
তারা ছেলে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টুইটারে বলেন, জেব, নেইল, মারভিন ও আমি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ৯৪টি উল্লেখযোগ্য বছর পার করে তিনি মারা গেছেন। আমাদের প্রিয় বাবা আর নেই।
তিনি বলেন, জর্জ এই. ডব্লিউ. বুশ উন্নত চরিত্রের একজন মানুষ ছিলেন। ছেলে ও মেয়েদের জন্য তিনি ছিলেন একজন ভালো বাবা