দর্পণ ডেস্ক : শুক্রবার থেকে আন্তর্জাতিক অর্থনীতি, রাজনীতি ও বাণিজ্য নিয়ে বিশ্বের বেশ কয়েক শক্তিশালী পক্ষের মুখোমুখি অবস্থানের মধ্যে শুরু হয়েছে জি-২০ শীর্ষক অর্থনৈতিক জোটের সম্মেলন। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে চলমান সম্মেলনের শেষ দিন আজ শনিবার যুক্তরাষ্ট্র-রাশিয়ার প্রেসিডেন্টদ্বয়ের মধ্যে পরিকল্পিত বৈঠকটি বাতিল হয়ে যাওয়ায় উত্তেজনা আরো বেড়েছে। এসবের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরে সাফল্য দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়া তাদের জলসীমায় অনধিকার প্রবেশের দায়ে গত রোরবার আজভ সাগর থেকে ইউক্রেনের একটি টাগবোট ও দুটি গানবোট আটক করে, সেই সঙ্গে ওই নৌযানগুলোর ২৪ নাবিককেও আটক করে। এ নিয়ে চলমান উত্তেজনার জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজকের নির্ধারিত বৈঠক বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্প গত বৃহস্পতিবার শেষ মুহূর্তে বৈঠক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করায় পেস্কোভ এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রশাসনের বৈঠক বাতিলের সিদ্ধান্তে আমরা মর্মাহত। এর মানে হলো আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় এজেন্ডা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল।’
পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করে ট্রাম্প টুইট করেন, ‘যত দ্রুত সম্ভব এ (ইউক্রেন) সংকটের সমাধানের পর আমি একটা অর্থপূর্ণ বৈঠকের প্রত্যাশা করছি।’
ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক রাজনীতির জেরে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বাতিল করলেও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ঠিকই বসছেন ব্যক্তিগত জীবনে ব্যবসাসফল ট্রাম্প। অর্থনৈতিক ইস্যুকে সব সময় বাড়তি গুরুত্ব দেয়া ট্রাম্প এরই মধ্যে চীনের মোট ২৫ হাজার কোটি ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির অধিকারী চীনও মার্কিন পণ্যের ওপর একইভাবে শুল্ক আরোপ করে প্রতিশোধ নিচ্ছে। কিন্তু সম্প্রতি ট্রাম্প-শি উভয়ই সমঝোতার সুরে কথা বলছেন এবং আজ বৈঠকের মধ্য দিয়ে তারা বাণিজ্য যুদ্ধ নিরসনে একটা পথ খোঁজার চেষ্টা করবেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
চীনের সঙ্গে সম্পর্কটা কেমন দাঁড়াবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে নতুন এক আঞ্চলিক বাণিজ্য চুক্তি নিশ্চিত করেছেন ট্রাম্প। নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (নাফটা) শীর্ষক বাণিজ্য চুক্তির চরম বিরোধী এ নেতা গতকাল ইউএস-মেক্সিকো-কানাডা অ্যাগ্রিমেন্ট (ইউএসএমসিএ) শীর্ষক চুক্তি স্বাক্ষরের পর এটাকে ‘বিজয়’ অ্যাখ্যা দিয়েছেন।
জলবায়ু ইস্যুতে আটকে যেতে পারে সম্মেলনের যৌথ ঘোষণা : জি-২০ জোটভুক্ত নেতারা অর্থনীতি ও বাণিজ্য নিয়ে কতটা একমত হতে পারবেন, সেটা ছাপিয়ে পর্যবেক্ষকদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে জলবায়ু ইস্যু। তাদের আশঙ্কা, এ ইস্যুতে মতানৈক্যের জেরে আজ সম্মেলনের যৌথ ঘোষণা প্রদান আটকে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে।
সম্মেলনে মার্কেলের দেরি : জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বহনকারী বিমানে কারিগরি ত্রুটির কারণে তিনি জি-২০ সম্মেলনে সময়মতো পৌঁছতে পারেননি। গত বৃহস্পতিবার তাকে বহনকারী সরকারি বিমানটি রাজধানী বার্লিন থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে কোলনে জরুরি অবতরণে বাধ্য হয়। তত্ক্ষণাৎ কোনো বিমানের ব্যবস্থা না হওয়ায় কাছের বন শহরে রাত যাপনে বাধ্য হন তিনি। মার্কেল নিশ্চিত করেছেন, ‘এটা ছিল মারাত্মক কারিগরি ত্রুটি।’ পাশাপাশি জার্মান বিমানবাহিনীও নিশ্চিত করেছে, এটা কোনো ধরনের নাশকতা ছিল না।
বুয়েনস আয়ার্সে বিক্ষোভ : মুদ্রাস্ফীতি আর বেকারত্বে জর্জরিত আর্জেন্টিনার অধিবাসীরা গতকাল জি-২০ সম্মেলনের উদ্বোধনের পর রাজধানীতে বিক্ষোভ করেছে। আর্জেন্টিনার পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ হয় গত বৃহস্পতিবার। তেমনই এক বিক্ষুব্ধ ব্যক্তি ৪৭ বছর বয়সী আরিয়েল ভিলেজাস জি-২০ নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। পেশায় নাপিত ভিলেজাস বলেন, ‘এখানে অনেক লোক আছে, যাদের ঘর নেই এবং কাজ নেই। এসব অভাবী মানুষ নিয়ে তাদের (জি-২০ নেতাদের) কোনো মাথাব্যথা নেই।’ সূত্র : এএফপি।