মিজানুর রহমান, হরিপুর(ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ চলমান জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আজ শুত্রবার বিকালে হরিপুর উপজেলা আ’লীগের একটি বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।

আওয়ামী লীগেরর বর্ধিত সভাটি শুক্রববার  বেলা-সাড়ে৩টায় দলীয় কার্যালয়ের মাঠে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পালের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসনে নৌকা প্রতীকে মনোনীত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগেরর সভাপতি ৬ বারের সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।


এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস এম আলমগীর, জেলা পরিষদের সদস্য জামাল উদ্দিন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী,৬টি ইউনিয়নের আ’লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণ ও নেতাকর্মীগন  উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

তিনি আরও  বলেন, মনোনয়ন দাখিল হয়েছে গেছে। আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের কথা বলে ভোট চাইতে হবে। তাহলেই নৌকার বিজয় নিশ্চিত হবে।