লায়ন শামীম আহমেদ, ভৈরব প্রতিনিধি:  আজ ৩০ নভেম্বর শুক্রবার বাদ আসর ভৈরব পৌর শহরের তাঁতারকান্দি নাদু মোল্লার বাড়ীতে তাঁতারকান্দি সামাজিক যুব সংগঠন এর শুভ উদ্ধোধন উপলেক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোশরারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, নির্বাহী সদস্য হাবিবুর রহমান, শারফিন মিয়া, পৌর যুবলীগ নেতা মোশাররফ হোসাইন, ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জনি, ৬নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সভাপতি তারেক মিয়া, সাধারণ সম্পাদক নুর আহম্মদ মিয়া, ৬নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মাকসুদুল হাসান মুন্না, সাধারণ সম্পাদক মোঃ অর্ণব প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তাঁতারকান্দি সামাজিক যুব সংগঠন এর সদস্যরা ভৈরব পৌরসভার ৬নং ওয়ার্ডসহ ভৈরবের বিভিন্ন উন্নয়নমূলক,সেবা মূলক, মাদক বিরোধী, বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক বিরোধী,স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীদের ইভটিজিং এর প্রতিরোধ সহ সমাজের নানা অসঙ্গতি বিরোদ্ধে নিঃশ্বার্তভাবে কাজ করে যাবে এই হলো আমার অনুরোধ। তাছাড়া এসকল কাজে আমার সর্বাত্তক সহগযোগীতা থাকবে ইনসাল্লাহ।