দর্পণ ডেস্ক : বৃহস্পতিবার গোরেগাঁওয়ের মুম্বাই ফিল্ম সিটিতে ‘জিরো’র শ্যুটিং সেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় শাহরুখ খান ও আলিয়া ভাট সেটেই ছিলেন। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা অভিনীত ‘জিরো’। আনন্দ এল রাইয়ের এ ছবির ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে এ মাসেই। আর মাত্র তিন সপ্তাহ বাকি। এর মধ্যে সেটে আগুন। অনেকের মনেই এই ঘটনাটিকে নিয়ে চলছে জল্পনা কল্পনা, অনেকে এটিকে অশুভ বলেও মনে করছেন।
তবে ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। বৃহস্পতিবার ছবির একটি গানের দৃশ্যের শুটিং ছিল গোরেগাঁওয়ের মুম্বাই ফিল্ম সিটিতে। এ সময় হঠাৎই আগুন লেগে যায় সেটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সময় শাহরুখ খান নিজের ভ্যানিটি ভ্যানে ছিলেন। সেটের আশপাশেই ছিলেন আলিয়া ভাট। তবে শাহরুখসহ সেটের সবাই নিরাপদে আছেন।
তারকাই ভরপুর এই ছবিতে অভয় দেওয়াল, জাভেদ জাফরি, মাধবনের মতো অভিনেতারাও রয়েছেন। অতিথি হিসেবে আছেন সালমান খান, কাজল, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জিও।