কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকাল পৌনে চারটায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি হৃদরোগে অক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবং পটুয়াখালী-৪ আসনের বিএনপির দলীয় প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের বড় ভাই।
শুক্রবার বেলা এগারটায় কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের পরে প্রথম দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এসময় পটুয়াখালী-৪ আসনের আওয়ামী দলীয় প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মুহিব্বুর রহমান মুহিব জানাজায় যোগদান করেন। এছাড়াও জানাজায় অংশগ্রহণ করে শ্রদ্ধা প্রদর্শন করেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ আওয়ামী, বিএনপি ও সকল দল ও মতের মানুষ।
আওয়ামী লীগ প্রার্থীর বিএনপি প্রার্থীর বড় ভাইয়ের জানাজায় অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন কলাপাড়া-রাঙ্গাবালী আসনের আপাময় সাধারণ জনগন। অনেকে বলেছেন, এটা সুষ্ঠু রাজনীতির ইঙ্গিত বহন করে। তার নিজ ইউনিয়ন ধুলাস্বারে দুপুর তিনটায় দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে বিকাল চারটায় পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।