মিজানুর রহমান, হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের ৩টি নির্বাচনী আসনে ২৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তন্মধ্যে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭জন
তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জব্বার,ওয়ার্কাস পার্টির এ্যাড.ইমরান হোসেন চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মোঃ রফিকুল ইসলাম ও ন্যাপের এ্যাড. বলরাম গুহ ঠাকুরতা।
ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন
তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত ৬ বারের সাংসদ ও ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি আলহাজ্জ দবিরুল ইসলাম, বিএনপি মনোনীত জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, ড. টিএম মাহবুবুর রহমান, জেড মর্তুজা চৌধুরী তুলা, ডা. আব্দুস সালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রেজাউল করিম ও জাকের পার্টির মো: শামসুজ্জোহা।
ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ জন
তারা হলেন – বর্তমান এমপি ও ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি ইয়াসিন আলী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি ইমদাদুল হক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজ উদ্দীন আহম্মদ, আওয়ামীলীগ নেতা গোপাল চন্দ্র রায়, বিএনপি মনোনীত জাহিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো: নাজিম উদ্দীন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রভাত সমীর শাহজাহান আলম, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এর মো: এনামুল হক, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ সফি আল আসাদ, স্বতন্ত্র আব্দুল জলিল, রাজেন্দ্র নাথ রায়, মো: আছির উদ্দীন।
ঠাকুরগাঁও -১ আসনের প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের নিকট এবং অন্য ২ আসনের প্রার্থীরা স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।