দর্পন ডেস্ক : উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় ১৮৯ জন যাত্রীকে নিয়ে ইন্দোনেশিয়ার জাভা সাগরে ভেঙে পড়ে লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান। ঘটনার এক মাস পরে আজ তদন্তকারীরা জানালেন, ওই বিমান ওড়ার উপযুক্তই ছিল না।
ব্ল্যাকবক্স ঘেঁটে তদন্তকারীরা জানান, বিমানটির ‘এয়ারস্পিড ইন্ডিকেটর’-এ বড়সড় ত্রুটি ছিল আগে থেকেই। সেদিন তো বটেই, পাইলট আগের কিছু ফ্লাইটেও সেটা টের পান। তার পরেও কেন ওড়ার অনুমতি দেয়া হল, প্রশ্ন উঠছে।
প্রশাসনের দাবি, যান্ত্রিক ত্রুটি আছে জেনেও পাইলট সেদিন ফ্লাইট অব্যাহত রাখেন। যদিও বলা হয়, পাইলট বিমান ফিরিয়ে নেয়ার কথা বলেছিলেন। আগামী বছরের আগে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পাওয়া যাবে না। তাই এখনই কাউকে কাঠগড়ায় তুলছেন না তদন্তকারীরা।
তা ছাড়া, ‘ককপিট ভয়েস-রেকর্ডার’ মেলেনি। আমেরিকায় তৈরি বোয়িং ৭৩৭ ম্যাক্স গোত্রের এই বিমানগুলো গত বছরেই বাজারে এসেছে। তাই শুরুতেই গন্ডগোল কিনা, প্রশ্ন উঠছে।
আমেরিকার পাইলট সংস্থার দাবি, নতুন ম্যাক্স বিমানের কন্ট্রোল সিস্টেমে যে সব নতুনত্ব আনা হয়েছে, সেসম্পর্কে তাদের কিছুই জানায়নি বিমানপ্রস্তুতকারী সংস্থা।আনন্দবাজার।