দর্পণ ডেস্ক : ২০১৩ সালে ‘আবর্ত’ দিয়ে কলকাতার ছবিতে অভিনয় শুরু করেন জয়া আহসান। ছবির পরিচালক অরিন্দম শীলের সঙ্গে তখন থেকেই সুসম্পর্ক বাংলাদেশি অভিনেত্রীর। পরে অরিন্দমের আরেক ছবি ‘ঈগলের চোখ’-এও দেখা গেছে জয়াকে।

অরিন্দমের পরে জয়া ওপার বাংলার অনেক নামি পরিচালকের সঙ্গে কাজ করলেও অরিন্দমের সঙ্গে সম্পর্কটা বরাবরই ছিল অন্য রকম। কিন্তু সেই সম্পর্কে প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে অরিন্দমের একটি মন্তব্য। ২৬ নভেম্বর ওপার বাংলার  দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘জয়া বোধ হয় কিছু একটা করেছে ওর মুখে।’ স্পষ্টই তিনি ইঙ্গিত করেন প্লাস্টিক সার্জারির দিকে।

অরিন্দমের কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁর প্রিয় নায়িকা প্রসঙ্গে। উত্তর দিতে গিয়ে জয়াকে তিনি রাখেন দুই নম্বরে। অথচ আগে সব সময়ই তাঁর পছন্দের শীর্ষে ছিলেন জয়া।

হঠাৎ কী এমন হলো? উত্তরে পরিচালক ইঙ্গিত করেছিলেন সার্জারির দিকে। অরিন্দমের এমন মন্তব্য ভালোভাবে নেননি জয়া। একই দৈনিকে ২৮ নভেম্বর দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যে রুচিশীল মানুষটার হাত ধরে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, সেই মানুষটার রুচির সঙ্গে এই কথাগুলো যিনি বলেছেন তাঁকে আমি মেলাতে পারছি না। আমার ‘বিজয়া’ ছবিটা জানুয়ারি মাসে মুক্তি পাবে। আমি চাইব উনি ছবিটা দেখুন। আশা করি, তারপর উনি নিজের বিবৃতিটা পাল্টাবেন। উনি ‘এক যে ছিল রাজা’ ছবিটাও এর মধ্যে দেখে নিতে পারেন। যদি এই দুটি ছবি দেখে উনি ওঁর স্টেটমেন্টটা চেঞ্জ করেন, তাহলে আমি সম্মানিত বোধ করব।”

অরিন্দম তাঁর সাক্ষাৎকারে আরো কয়েকজন অভিনেত্রীর সার্জারির ব্যাপারে বলেছেন। কিন্তু তাঁদের কারো নাম উল্লেখ করেননি। এটাও অবাক করেছে জয়াকে, ‘দেখলাম উনি আরো দুজন অভিনত্রীর ব্যাপারেও একই সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু তাঁদের নাম উনি নেননি। এটা আমার কাছে আশ্চর্য লাগল।’