দর্পণ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ হাটহাজারী সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পিতা-পুত্র।
বিএনপির এ দুই নবীন-প্রবীণ কেন্দ্রীয় নেতা হলেন সাবেক মন্ত্রী ও মেয়র এবং কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান মীর নাছির উদ্দীন ও তার একমাত্র ছেলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী শাখার যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন।

তারা উভয়েই রাজনীতিতে বেশ সক্রিয়। চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে দুজনেরই শক্ত অবস্থান রয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন মীর নাছির এবং চট্টগ্রাম কোর্ট বিল্ডিংস্থ বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের কাছে মনোনয়নপত্র জমা দেন ছেলে ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।

সকাল থেকেই বিএনপির উৎসুক ও কৌতূহলী নেতাকর্মী-সমর্থকরা পিতা-পুত্রের মনোনয়ন জমাদানকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে ভিড় করতে দেখা গেছে।

মনোনয়নপত্র জমাদান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘আমার হাটহাজারী আমার স্বপ্ন’ এ স্লোগান নিয়ে হাটহাজারীর উন্নয়নের অংশীদার হতে চাই। আগামী নির্বাচনে এক চতুর্থাংশ ভোটার হচ্ছে তরুণ।

এই তরুণদের নিয়ে আমি হাটহাজারীকে উন্নয়নের এক মডেল হিসেবে গড়ে তুলবো। নির্বাচনে তিনি সবার দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, অল্প সময়ের মধ্যে মীর হেলাল চট্টগ্রামের রাজনীতিতে নিজের আলাদা একটি বলয় তৈরি করতেও সক্ষম হয়েছেন। এছাড়া মীর নাছির উদ্দীন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান। তিনি জোট সরকারের আমলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন।

এদিকে এ আসনটিতে মহাজোট থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য এবং পরিবশে, বন ও জলবায়ু বিষয়কমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

তাছাড়া সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং ২০ জোটের অন্যতম শরীকদল কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমসহ বিএনপি থেকে ৩, স্বতন্ত্র থেকে ১, হেফাজতে ইসলামের ৩ নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সর্বমোট ১৪জন প্রার্থী।