দর্পণ ডেস্ক : কানাডার একটি স্বর্ণের দোকানে ডাকাতদের দল হানা দিলে সেখানে উপস্থিত তিন জন কর্মী নিজেদের জীবন বাজি রেখে তাদের প্রতিহত করলেন। কিন্তু খালি হাতে নয়, তলোয়ার নিয়ে ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তারা। অনেক চেষ্টা করেও দোকানে ঢুকতে পারেনি ডাকাতরা।

গোটা ঘটনাটি দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। কর্মচারীদের সাহসিকতা ও বীরত্বের প্রশংসায় মুখর এখন সোশ্যাল মিডিয়া।

ঘটনার শুরু যেভাবে- দোকানে তখন তিন কর্মচারী। সেই দোকানে আচমকা হানা দেয় ডাকাত দল। হাতে বন্দুক নিয়ে ভয় দেখায় কর্মচারীদের। চার ডাকাত আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় দোকানের ভেতর ঢোকার। জানালার কাঁচ ভেঙেও দোকানে ঢোকার চেষ্টা চালায় তারা। কিন্তু ডাকাতদলের সামনে দমে যাওয়ার পাত্র যে তারা নন তা বুঝিয়ে দেন কিছুক্ষণের মধ্যে। বন্দুকের মোকাবিলায় তারা তলোয়ার হাতে ‘যুদ্ধে’ নেমে পড়েন।

তিন কর্মচারির সামনে তারা বারবার লড়াইয়ে পিছিয়ে পড়তে থাকে। শেষ পর্যন্ত হতাশ হয়ে ডাকাতদল সেখান থেকে চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করে এবং সেটাই তারা করে।