দর্পণ ডেস্ক : ঘটনাটি ঘটেছে ভারতের রিজেন্ট পার্ক থানা এলাকার মুর অ্যাভিনিউতে। বিকাশ ছেত্রী নামের এক যুবক প্রেমিকার ‘‌আবদার’‌ মেটাতে না পেরে আত্মঘাতী হলেন।

মৃতের পরিজনরা জানিয়েছেন, বিকাশের বাড়ি শিলিগুড়িতে। কর্মসূত্রে কলকাতায় মামাবাড়িতে থাকতেন তিনি। এক যুবতীর সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বিকাশের। প্রতিদিনই বিকাশের কাছে নানা উপহার দাবি করত ওই তরুণী। শপিং মলে নিয়ে গিয়ে মোটা টাকার কেনাকাটা করত সে। রোজই বাড়ছিল প্রেমিকার চাহিদা। যা নিয়ে বেশ চাপে ছিলেন বিকাশ।

মঙ্গলবার বিকেলে ভিডিও কলে শিলিগুড়িতে পরিবারের সঙ্গে কথা বলেন বিকাশ। কথা হয় প্রেমিকার সঙ্গেও। এরপরই মামাবাড়িতে রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। অনেকক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিজনরা জানলা দিয়ে দেখেন বিকাশের ঝুলন্ত দেহ। এরপরই খবর দেওয়া হয় পুলিশে।

অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। মৃতের প্রেমিকাকে খুঁজছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।