দর্পণ ডেস্ক : আজ থেকে ঠিক ২৬৬ বছর আগের এই দিনে ব্রিটিশদের জীবন থেকে ১১ দিন এক নিমিষেই গায়েব হয়ে যায়।
ব্রিটেন ও আমেরিকায় প্রচলিত ছিল জুলিয়ান বর্ষপঞ্জি। যেখানে ইউরোপের দেশগুলো গ্রেগরিয়ান বর্ষপঞ্জি মেনে বছর হিসাব করতো, সেখানে ১৭৫২ সালের সেপ্টেম্বরের ২ তারিখের আগ পর্যন্ত ব্রিটেনে অনুসরণ করা হতো ছিল জুলিয়ান বর্ষপঞ্জি।
ব্রিটেনে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি চালু হওয়ায় ৩ সেপ্টেম্বর বদলে হয়ে যায় ১৪ সেপ্টেম্বর; এর ফলে ব্রিটিশ বর্ষপঞ্জিতে অদৃশ্য হয়ে যায় ১১টি দিন। ১৯ দিন নিয়ে সেপ্টেম্বর হয় বৃটিশ ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত মাস।
ভূতুড়ে এই ঘটনাটা ঘটেছিল ১৫৮২ সালে। রোমান পোপ ত্রয়োদশ গ্রেগরি সিদ্ধান্ত নেন, প্যাপাসির (ভাটিকানের ধর্মীয় অনুশাসন) অধীনে থাকা দেশগুলোর জন্য জুলিয়ান বর্ষপঞ্জির পরিবর্তে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি চালু করবেন। জুলিয়ান বর্ষপঞ্জি মূলত নির্ধারিত হয়েছিল সৌর বছরের ভিত্তিতে, অর্থাৎ সূর্যের চারপাশে সম্পূর্ণভাবে আবর্তন করতে পৃথিবীর যত সময় লাগে, তার ভিত্তিতে। কিন্তু জুলিয়ান বর্ষপঞ্জিতে বছর হতো ৩৬৫.২৫ দিনে। কিন্তু এই অতিরিক্ত সময় বর্ষপঞ্জিতে আর যোগ হতো না।
ঘুম থেকে উঠে এই ‘অস্বাভাবিক’ ঘটনা কোনওভাবেই মেনে নিতে পারেনি ব্রিটিশরা। রাস্তায় নেমে তারা চ্যাঁচামেচি করতে শুরু করে ‘ফিরিয়ে দাও আমাদের ১১ দিন’ বলে। তাদের দাবি ছিল, ব্রিটিশ সরকার তাদের আয়ুষ্কাল থেকেই ১১ দিন কমিয়ে দিয়েছে।
পরবর্তীতে, পোপের সিদ্ধান্ত অনুযায়ী, প্যাপাসির অধীনে থাকা সকল দেশই জুলিয়ান বর্ষপঞ্জি বাদ দিয়ে গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে অভ্যস্ত হওয়ার সিদ্ধান্ত নেয়।
বিপত্তিটা ঘটলো আরও ১৭০ বছর পর। অন্যসব দেশগুলো গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে চলে এলেও ‘আভিজাত্যের দাবিদার’ ব্রিটিশদের গড়িমসিতে তারা জুলিয়ান বর্ষপঞ্জি মেনেই চলছিল। ১৭৫২ সালের ২ সেপ্টেম্বর গ্রেগরিয়ান বর্ষপঞ্জি চালুর বিল পাশ হয় সেদেশে। সৌর বছরের হিসাব অনুযায়ী, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি সেসময় জুলিয়ান বর্ষপঞ্জির চেয়ে ১১ দিন এগিয়ে ছিল। দেরিতে এসে বর্ষপঞ্জি পরিবর্তনের জন্য ব্রিটিশ মানুষদের তাই হারাতে হয় পাক্কা ১১টি দিন।