দর্পণ ডেস্ক : টিভি নাটকের বরপূত্র বলা হয় মোশাররফ করিমকে। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে একজন জাত অভিনেতার পরিচয় দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। চরিত্রের প্রয়োজনে নাটকে গান গাইতেও দেখা যায় তাকে। মজার বিষয় হচ্ছে সেই গানগুলো অন্য কোন শিল্পীর গাওয়া নয়। নাটকের ওই গানগুলো মোশাররফ করিম নিজেই গেয়ে থাকেন।
সম্প্রতি বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে শামীম জামান পরিচালিত ধারাবাহিক নাটক ‘চাটাম ঘর’। পূবাইলে হচ্ছে নাটকটির শুটিং। সেই শুটিংয়েই নিজের কণ্ঠে গাইলেন একটি গান। ‘আইলারে নয়া দামান’ শিরোনামের গানটি সাধারণত সিলেট অঞ্চলের বিয়ের গান। ঢোল হাতে এ গানটিই গাইলেন জনপ্রিয় এ অভিনেতা।
এ সময় মোশাররফ করিমের গায়কীতে মেতে উঠেন পুরো শুটিং স্পট। গানের তালে তালে নাচতেও দেখা যায় সবাইকে। গানটি গাওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এটা নাটকের একটি সিক্যুয়েন্স।গানটি মজার। ঢোল বাজিয়ে তাই নিজের কণ্ঠেই গেয়ে ফেললাম। তা ছাড়া গান গাইতে আমার অন্য রকম ভালো লাগে।’
চাটাম ঘর নাটকে গল্পটা একটু ভিন্ন ধরনের। সমাজের অনেক মানুষ কাজের চেয়ে বেশি কথা বলতে পছন্দ করেন। এদের জন্য তৈরি হয়েছে একটি আড্ডাস্থল। একটা নদীর তীর ঘেঁষে তৈরি করা এই ঘরটির নাম ‘চাটাম ঘর’। প্রতিদিন যেমন মানুষ অফিসে যায় ঠিক একই ভাবে সকালে স্থানীয় চাটামবাজরা (গল্প বলতে পারদর্শী) এখানে আসেন চাটাম দিতে। এই চাটাম ঘরকে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘চাটাম ঘর’।
মুহাম্মদ মামুন উর রশীদ এর রচনা ও শামীম জামানের পরিচালনায় এই নাটকটিতে আর অভিনয়ও করেছেন নাদিয়া, মামুনুর রশীদ, আখম হাসান, জুঁই করিম, শামীম জামান, নাবিলা ইসলাম প্রমুখ।