ফাইল ছবি
জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র পটুয়াখালী-১(সদর-দুমকী-মির্জাগঞ্জ) মহাজোটের প্রার্থী হিসেবে বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয় আওয়ামী এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী-সমর্থকরা।
বুধবার বেলা ১১টার দিকে পটুয়াখালী সদরে এ বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় তারা রুহুল আমিন হাওলাদারের কুশপুত্তলিকা দাহ করেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলছেন, ‘বাকেরগঞ্জের রুহুল আমিন হাওলাদার বাকেরগঞ্জে চলে যান।’ তাদের দাবি, রুহুল আমিন হাওলাদার পটুয়াখালীর বাসিন্দা না। তার জন্মস্থান পার্শবর্তী জেলা বাকেরগঞ্জে। তার কারণে গত পাঁচটি বছর আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এবার তারা আওয়ামী লীগের স্থানীয় প্রার্থীর মনোনয়ন চান।