দর্পণ ডেস্ক : ‘সিইসিকে ড. কামাল হোসেন ও মওদুদ আহমদরা পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তাদের কথাগুলো অমূলক। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিতর্কিত হওয়ার মতো কোন কাজ করেননি’- কথা গুলো বলেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুরে শাহপীর কল্লা শহীদ (র:) মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী ঢাকা থেকে ট্রেন যোগে আখাউড়া রেলস্টেশনে নেমে দলীয় কার্যালয়ে যান। সেখানে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে ওলামাদের সঙ্গে পৌরসভায় মতবিনিময় করেন। বেলা ২টার দিকে মন্ত্রী সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, যুগ্ম আহবায়ক মো. আবুল কাশেম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।