নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামের জোনাইল বাজারের জাহাঙ্গীর জেনারেল হাসপাতালে ভূল চিকিৎসায় পারভীন খাতুন (২৩) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতক শিশুটির মাথায়ও কেটে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় মঙ্গলবার বেসরকারী হাসপাতালটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে হাসপাতালের চেয়ারম্যান নাজমুল ইসলামকেও আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে জাহাঙ্গীর জেনারেল হাসপাতালে কুমারখালী গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী পারভীন খাতুনের সিজারিয়ান অপারেশন করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তানিকুল ইসলাম টিটু অপারেশন করেন বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবী। অপারেশনের কিছু সময় পরেই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। পরে তাকে জরুরী ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে রাতে তিনি মারা যান। সোমবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর লোকজন টাকার বিনিময়ে বিষয়টি আপোষ করেন। পরে খবর পেয়ে মঙ্গলবার ইউএনও আনোয়ার পারভেজ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার হাসপাতালে অভিযান চালান। এ সময় সেখানে চিকিৎসাধীন দুজন রোগীকে অন্যত্র ভর্তি করিয়ে তারা হাসপাতালটি সিলগালা করে দেন। এ ব্যাপারে ডা. তানিকুল ইসলাম টিটুর কাছে মোবাইলে জানতে চাইলে তিনি হাসপাতালে থাকলেও অপারেশন করেননি বলে দাবী করেন। একই সঙ্গে তিনি সোমবার রাতেই চাকুরী থেকে রিজাইন দিয়েছেন বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, লাইসেন্স, যথাযথ যোগ্যতা সম্পন্ন চিকিৎসক ও নার্স না থাকাসহ ভূল অপারেশনে রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে।