মিজানুর রহমান,হরিপুর(ঠাকুরগাঁও)সংবাদদাতাঃ ঠাকুরগাঁও-২আসনে নৌকাকে সপ্তমবারের মত বিজয়ী করতে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক চিত্র তুলে ধরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের কয়েকটি গ্রামে গণসংযোগ করেছেন সাংসদ দবিরুল ইসলামের জেষ্ঠ্য সন্তান, মানসপুত্র ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মাজহারুল ইসলাম সুজন।
গতকাল সোমবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ গণসংযোগ। এসময় তার সাথে ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোমিনুল ইসলাম ভাষানী, উপজেলা যুব-মহিলা লীগের সাধারণ সম্পাদক- শিমা আক্তার সুমনাসহ দলীয় নেতাকর্মীরা।
তিনি বলেন, সবাইকে একতাবদ্ধ ভাবে কাজ করতে হবে, তবেই নৌকার বিজয় নিশ্চিত হবে।আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি যারা আমার বাবাকে গত পঞ্চাশ বছর ধরে রাজনীতিতে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন এবং সমর্থন করেছেন। আমার বাবার জন্য আপনাদের ত্যাগ, ভালবাসা ও সমর্থণে তিনি এমপি পদ-প্রার্থী। আপনারা আবারও তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে সপ্তমবারের মত জয়যুক্ত করবেন।
আমাদের মনে রাখতে হবে, আমরা সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং জননেত্রী শেখ হাসিনার কর্মী। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অগ্রযাত্রা সূচিত হয়েছে, তা অব্যাহত রাখতে সবাইকে কাজ করতে হবে। কোন অবস্থাতেই বাংলাদেশকে আর স্বাধীনতাবিরোধী এবং তাদের পৃষ্ঠপোষক ও দোসরদের হাতে তুলে দেয়া যাবে না, তারা যে নামেই আবির্ভূত হোক না কেন।