মোঃ লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধিঃ নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ আসনে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুলকে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করা হয়েছে। রোববার আওয়ামী লীগ অফিস থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় এক সমাবেশ করে। এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম এবং অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সাহা এবং যুব মহিলা লীগের সভাপতি আঞ্জুমান আরা পপি। সমাবেশে বক্তারা, গত জাতীয় সংসদ নির্বাচনে মোঃ শফিকুল ইসলাম শিমুলকে মনোনয়ন দেয়ার পর তিনি পাঁচ বছর নিরলসভাবে নাটোরের উন্নয়নে ব্যাপক কাজ করার পাশাপাশি জেলা আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন এবং দলকে আরও সুঃসংহত করায় আবারও দল তাকে মনোনয়ন দেয়ায় নাটোর জেলা আওয়ামী ও নাটোরবাসীর পক্ষ থেকে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.