মোঃশাহাগির মৃধা,  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী আসনে “নৌকা” প্রতীকের দাবিতে সরাইলে সড়ক অবরোধ করেছেন স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ও সমর্থকরা।
আজ সোমবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় এলাকায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবস্থান নিয়ে সরাইল-নাছিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এসময় সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষুদ্ধরা উপজেলা সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে।