দর্পণ ডেস্ক : গাজীপুর-৪ কাপাসিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা ও বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার বিকালে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী মোশতাক আহমদ, বড় বোন শারমিন আহমদ রিপি, ছোটবোন মেহজাবিন আহমদ মিমি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নৌকা প্রতীক নিয়ে শোডাউন করে ১১ ইউনিয়নের নেতাকর্মীরা শহরের মরহুম খালেদ খুররমের বাস ভবনে জড়ো হয়ে দোয়া মাহফিলে শরিক হন।