দর্পণ ডেস্ক : সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর আতাউর রহমান জানান, জাহাঙ্গীর টাওয়ারের নিচ তলায় আগুন লাগে।

প্রত্যাক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, খাবারের দোকানের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। পরে এসিতে লেগে আগুন ১০ তলা ভবনের দুইতলায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জাহাঙ্গীর টাওয়ারের ৬ থেকে ৯ তলা পর্যন্ত ইটিভি কার্যালয়। বাকি ফ্লোরগুলো বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে।