দর্পণ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রধান ডোনাল্ড টাস্ক এক টুইট বার্তায় জানান, ঘণ্টাব্যপী আলোচনা শেষে ইইউ’র ২৭ নেতা ব্রেক্সিট চুক্তির অনুমোদন দিয়েছেন। আঠারো মাসের বেশি সময় ধরে দুই পক্ষের দরকষাকষির পর তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন।
ইইউ’র অনুমোদনের পর এখন ব্রিটেনের পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি অনুমোদন করতে হবে। যদিও প্রধানমন্ত্রী তেরেসা মে’র রক্ষণশীল দলের এমপিসহ অনেক এমপি এ ব্রেক্সিট চুক্তির বিরোধিতা করেছেন।
তবে ইউরোপীয় নেতারা ব্রেক্সিট চুক্তিতে অনুমোদন দিলেও এতে যুক্তরাজ্যের পার্লামেন্টেরও অনুমোদন লাগবে, যে পার্লামেন্টের অনেক সদস্যই এই চুক্তির বিরোধী।
তারা এ চুক্তির বিরুদ্ধে ভোট দেবেন বলে জানিয়ে দিয়েছেন। ব্রিটেন আগামী বছরের ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে যুক্তরাজ্য।