দর্পণ ডেস্ক : এখন থেকে ফ্রান্সের সরকারি অফিস গুলোতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ‘গুগল’-এর পরিবর্তে ব্যাবহার হবে স্থানীয় সার্চ ইঞ্জিন ‘কোয়ান্ট’।

অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির আর এ কারণেই এ সিদ্ধান্ত নিল দেশটি। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে দেশটির অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানেও কোয়ান্ট ব্যবহার করার নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম।

এরইমধ্যে ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলি ও সেনাবাহিনীতে কোয়ান্ট স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।