দর্পন ডেস্ক : রাশিয়ান এক কৃষক খড়ের তৈরি ফুটবল স্টেডিয়ামের রেপ্লিকা বানিয়ে সবার নজর কেড়েছেন। রাশিয়ান ওই কৃষকের নাম রোমান পুনোমারায়ুভ।

সেন্ট পিটার্সবুর্গ স্টেডিয়ামের রেপ্লিকা খড় দিয়ে বানিয়েছেন তিনি। বালু ও খড় দিয়ে এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে। এখানে দর্শকদের খেলা উপভোগ করার জন্য রয়েছে ৩০০টি আসনের ব্যবস্থা। সংগৃহীত।