বিনোদন ডেস্ক :
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। আগামী নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন তারা।
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে একটি সূত্র বলেন, ‘দুই পরিবারের সদস্যরা সম্ভাব্য কিছু তারিখ নিয়ে আলোচনা করেছেন। তাদের বেশিরভাগই নভেম্বর উপযুক্ত সময় বলে মনে করছেন। এই সময়টা বিয়ের উপযুক্ত সময়।’
দীপিকার টিমের সঙ্গে সংশ্লিষ্ট একজন সংবাদমাধ্যমে বলেন, ‘এই সময়টাতে টিমের সবাইকে ছুটি নিতে নিষেধ করা হয়েছে। মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ম্যানেজার এমনকি মুখপাত্র সবাইকে বিয়ের সময় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।’ তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
বিয়ের জন্য এর আগে এ বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মোট চারটি দিন বাছাই করেছিলেন রণবীর ও দীপিকার পরিবার। খুবই গোপনীয়তার মধ্যে হিন্দু রীতিতে এ জুটির বিয়ে হবে। শুধু পরিবারের সদস্য ও বন্ধুরা এতে উপস্থিত থাকবেন বলে জানা যায়।