দর্পণ ডেস্ক : মালায়ালম অভিনেত্রী নেহা সাক্সেনাকে দুবাইয়ে রাত কাটানোর কুপ্রস্তাব দেয়ায় বিপাকে পড়েছেন দুবাই প্রবাসী এক ভারতীয় নাগরিক।
কয়েকদিন আগে নেহা এক ব্যক্তির ছবিসহ হোয়াটসঅ্যাপ মেসেজের চ্যাট ফেসবুকে পোস্ট করেন। সেখানে নেহা লেখেন, ওই ব্যক্তি কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করেন। সেখানেই ওই অভিনেত্রীকে দুবাইয়ে রাত কাটানোর প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ।
নেহা সাক্সেনার পিআর ম্যানেজার মেসেজটি দেখতে পেয়ে তাকে জানান এবং পরে নেহা ফেসবুকে পোস্ট করে ঘটনার প্রতিবাদ করেন এবং কমেন্ট বক্সে ওই ব্যক্তির নাম ও ঠিকানা দিয়ে দেন। নেহা জানান, ‘‘ওই ব্যক্তি মোবাইল সুইচ অফ করে রেখেছেন। অফিসে যাওয়াও বন্ধ হয়ে গেছে তার। এখন তার দাবি, তার ছেলের ফোন হ্যাক করা হয়েছিল। সেখান থেকেই নাকি মেসেজগুলি পাঠানো হয়।’
তবে নেহা এই সব কথা যে শুনতে নারাজ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হাতে চিঠি লিখে ক্ষমা চাইতে হবে অভিযুক্ত ওই ব্যক্তিকে।