দর্পণ ডেস্ক : হ্যাশ-ট্যাগ মি টু বিতর্কে নিয়ে এবার মুখ খুললেন বলিউড সুপারস্টার সালমান খানের বান্ধবী লুলিয়া ভান্তুর।
তার মতে, এভাবে চলতে থাকলে একদিন পুরুষ ও নারীদের মধ্যে দূরত্ব তৈরি হবে। ফলে মি টু বিতর্ককে আমাদের সঠিক ভাবে কাজে লাগানো উচিত বলেও মনে করেন তিনি।
আসল দোষীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তাঁদের কুকর্ম সকলের সামনে আনা উচিত জানিয়ে লুলিয়া আরও বলেন, ‘পুরুষরা খুবই সহায়ক। ফলে হ্যাশ-ট্যাগ মি টু অভিযানের ভুল ভাবে ব্যবহার করা আমাদের উচিত নয়। এই অভিযানকে সম্মান করা উচিত এবং একে সঠিক স্থানে ব্যবহার করা উচিত।’